চিতার ভয়ে বিমানবন্দর বন্ধ

রানওয়ের পাশে একটি চিতাকে ঘোরাফেরা করতে দেখার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি গতকাল আধা ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছে।

একজন বিমান চালক চিতাটিকে প্রথমে দেখতে পান। ধারনা করা হচ্ছে আশপাশের কোন ড্রেনের মধ্যে প্রাণীটি লুকিয়ে রয়েছে।

কাঠমান্ডুর এই বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষক ও নিরাপত্তা বাহিনী চিতাটির সন্ধান করছে।

ত্রিভুবন বিমানবন্দরের প্রেম নাথ ঠাকুর বার্তা সংস্থা এএফপি’কে আরও বলেন, “বিষয়টি জানার পর আমরা আধা ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখি। তবে চিতাটিকে আমরা এখনও পাকড়াও করতে পারিনি।”

বিমানবন্দর বন্ধ রাখায় একটি আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব ঘটেছে। তবে তখন অন্য কোন ফ্লাইট না থাকায় বিমান ওঠানামায় আর বিঘ্ন ঘটেনি।

কাঠমান্ডু আশপাশের পাহাড়ি বন থেকে প্রায়ই চিতা শহরের ভেতর চলে আসে। এর আগে পাখির কারণে বিমান ওঠানামায় ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়াও কুকুর ও গবাদি পশুর কারণেও সেখানে ফ্লাইট বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে।

২০১৬ সালে বিমানের ডান দিকের ডানার সাথে পাখির সংঘর্ষের পর নয় জন যাত্রীসহ একটি বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

আর ২০১২ সালে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়ে মারা যায় ১৯ জন। পাখির সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনায় পড়ে বিমানটি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

10h ago