চুয়াডাঙ্গায় বাউল আখড়া পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

খোশধারী দুর্বৃত্তরা বাউল আখড়া আগুনে পুড়িয়ে দিয়েছে, এবং দুই বাউলের চুল কেটে দিয়েছে | ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে |

খোশধারী দুর্বৃত্তরা বাউল আখড়া আগুনে পুড়িয়ে দিয়েছে, এবং দুই বাউলের চুল কেটে দিয়েছে |

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে |

শনিবার রাত প্রায় একটার দিকে মুখোশধারী প্রায় বিশজন দুর্বৃত্তকারী আখড়ায় ঢুকে, এবং আগুন জ্বালিয়ে দেয়, আমাদের প্রতিবেদককে জানিয়েছেন আখড়ার গুরু জুলমত শাহ |

পঞ্চান্ন বছর বয়সী জুলমত শাহ, তার গুরু রিনুপদ হালদার আর জুলমতের স্ত্রী মোমেনা বেগম তখন প্রার্থনা করছিলেন, জুলমত জানান |

দুর্বৃত্তকারীরা আখড়ায় ঢুকে প্রথমেই জুলমতকে একটি দেয়ালে ঠেকিয়ে চোখ বেঁধে ফেলে, তারপর তাদের তিনজনকে আখড়ার আলাদা তিনটি গাছের সাথে বেঁধে আখড়ায় আগুন জ্বালিয়ে দেয় |

দুর্বৃত্তরা তারপর জুলমত আর রিনুপদ এর চুল কেটে দেয় |

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেছেন পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং অনুসন্ধান করছে |

জুলাই মাসের সতেরো তারিখে দুর্বৃত্তরা চুয়াডাঙ্গার আরেকটি আখড়ায় একই রকম হামলা চালিয়ে দুই মহিলা বাউল সহ চারজনকে আহত করে |

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago