ছোটবেলার বান্ধবীর সাথে গাঁটছড়া বাঁধলেন মেসি

ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সাথে অবশেষে গাঁটছড়া বাঁধলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শুক্রবার মেসির নিজের শহর রোসারিওতে আমন্ত্রিত তারকা অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মেসি দম্পতি। ছবি: এএফপি

ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সাথে অবশেষে গাঁটছড়া বাঁধলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শুক্রবার মেসির নিজের শহর রোসারিওতে আমন্ত্রিত তারকা অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শত শত সাংবাদিকের সামনে দিয়ে লাল গালিচা পেরিয়ে তারা একটি হোটেল ও ক্যাসিনো কমপ্লেক্সে গিয়ে ওঠেন। নববিবাহিত দুজনকেই এসময় হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।

বিয়েতে স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারার নকশা করা মারমেইড স্টাইলের গাউন পরেছিলেন রোকুজ্জো। আর স্যুটে ছিলেন মেসি।

বিয়ের অনুষ্ঠানে মেসি দম্পতি। ছবি: এএফপি

স্থানীয় গণমাধ্যমে শতাব্দীর সেরা বিয়ের খেতাব পাওয়া এই অনুষ্ঠানে মোট ২৬০ জন আমন্ত্রিত অতিথি ছিলেন। পপ তারকা শাকিরা ও মেসির টিমমেট জের্ড পিকে ছাড়াও নেইমার ও সুয়ারেজের মত অনেক ফুটবলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। আর বলাই বাহুল্য অতিথিদের সামনের সারিতে ছিল মেসি দম্পতির দুই ছেলে থিয়াগো (৪) ও মাতিও (১)।

স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারার নকশা করা মারমেইড গাউনে ছিলেন রোকুজ্জো। ছবি: এএফপি

আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় বন্দর নগরী রোজারিওতেই রোকুজ্জার (২৯) সাথে মেসির (৩০) প্রথম দেখা হয়েছিল। তখন মেসির বয়স ছিল মাত্র নয় বছর।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

6h ago