জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা

জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা
জঙ্গি ভাইবোনের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা

- দুই ভাই এবং এক বোনের হিজবুত তাহরির সাথে যোগসূত্র

- বড় বোন সাবেক ঢাবি ছাত্রী

- একই পরিবারের ছয়জন জঙ্গিবাদের সাথে জড়িত

- পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতার প্রতিশ্রুতি

নিষিদ্ধ জঙ্গিসংগঠন হিজবুত তাহরির তথাকথিত সদস্য, যশোরের তিন ভাইবোনের পুলিশের সামনে আত্মসমর্পণ করেছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা করেছে, জানিয়েছে পুলিশ সূত্র |

পুলিশ জানায়, সম্প্রতি ঘটে যাওয়া হোলি আর্টিজান রেস্টুরেন্টে আর শোলাকিয়া জঙ্গি হামলার পরে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন |

তারা হলেন তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ এবং বোন মাসুমা আখতার |

পুলিশ জানায়,ঢাবি থেকে স্নাতক এবং স্বাতকোত্তর করা মাসুমা ছিলেন সংগঠনের একজন সাধারণ সদস্য আর তানজিব ছিলেন মোশরেফ |

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য এরা পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে |

এই তিন সহোদর যশোরের চিহ্নিত জঙ্গিদের মধ্যে তালিকাভুক্ত | গত বছর জামিনে মুক্তি পাবার পরে থেকে তারা পলাতক ছিল |

মনিরুজ্জামান বলেন, স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই সহোদরদের সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে |

এদের পরিবারের অন্য সদস্যদের কাছেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ আছে বলে জানান মনিরুজ্জামান |

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

No plan to lift ban on extremist groups

The interim government does not have any plan to lift the ban on extremist groups that were outlawed in recent decades.

2h ago