জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিবেচনায় এ বছর সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ১,৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।
নগদ অর্থ বা সমমূল্যের জিনিসের মাধ্যমে ফিতরা পরিশোধ করা যাবে।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা আজকের সভায় উপস্থিত ছিলেন।
Comments