জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা

এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা। আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিবেচনায় এ বছর সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ১,৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

নগদ অর্থ বা সমমূল্যের জিনিসের মাধ্যমে ফিতরা পরিশোধ করা যাবে।

জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা আজকের সভায় উপস্থিত ছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Customs flags hurdles at 3rd terminal of Dhaka airport

Customs House Dhaka said it has found more than a dozen issues related to infrastructure, security, and operational readiness of the new terminal

11h ago