জাবির হল খুলবে ৮ জুন, মামলা প্রত্যাহারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ৮ জুন খুলে দেওয়া হবে। আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দাবি জানালেও মামলা প্রত্যাহারের ব্যাপারে সিন্ডিকেট সভা থেকে কোন সিদ্ধান্ত আসেনি।
গত ২৭ মে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধে ছাত্রলীগ ও পুলিশের হামলার এক পর্যায়ে উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরদিন সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খালি করার নির্দেশ ও আশুলিয়া থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়। ভাঙচুরের পর পরই ৪২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।
৪২ ছাত্রের বিরুদ্ধে প্রশাসনের মামলা প্রত্যাহারসহ আজ ছয়টি দাবি উত্থাপন জাবির একাংশের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মধুর ক্যান্টিনে দাবি উত্থাপনের সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওলিউর রহমান সানি বলেন, সিন্ডিকেটে তাদের দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি নিবেন।
আমাদের ঢাবি সংবাদদাতা জানান, মামলা প্রত্যাহার ছাড়াও, হল খুলে দেওয়া ও দ্রুত ক্লাস-পরীক্ষা শুরুর দাবি জানিয়েছেন জাবি শিক্ষার্থীরা।
Comments