জামিন পেলেন আরাফাত সানি

যৌতুক মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার আরাফাত সানি। গতকাল তাকে এই মামলায় অভিযুক্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
আরাফাত সানি আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এই একই আদালত থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল।
আগামী ৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অন্তর্বর্তী জামিনে থাকবেন সানি।
চলতি বছরের ২০ জানুয়ারি নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে এক তরুণী মামলাটি করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর সানি তার কাছে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছেন।
গতকাল আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তখন তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
Click here to read the English version of this news
Comments