‘জায়গা ফিরে পেতে ভালো বল করতে হবে’

রুবেল হোসেন। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড সফরে তুলনামূলকভাবে ভালো বল করেছেন রুবেল হোসেন। দ্বিতীয় টেস্টে তার বল থেকে আগুন ঝরেছে। টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে বেশিরভাগ উইকেটও তিনি নিয়েছেন। কিন্তু সম্প্রতি ভারতের বিপক্ষে শেষ হওয়া এক ম্যাচের সিরিজে ছিলেন না রুবেল।

তবে সফরের সময়টাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন রুবেল। চার দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিসিএল) খেলেছেন তিনি।

জাতীয় দলে স্থান না পাওয়ার বিষয়ে গতকাল মিরপুরে প্র্যাকটিস সেশনে তিনি বলেন, “এটা নিয়ে আমি ভাবছি না। এটা সম্পূর্ণভাবে দল নির্বাচকদের ওপর নির্ভর করে। এখন আমি বিসিএল খেলছি। আমার লক্ষ্য হলো ভালো বল করা ও উইকেট নেওয়া। সিলেক্টররা ম্যাচে যাচ্ছেন, তারা দেখবেন কে কেমন খেলছে। এটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করে। অবশ্যই আমি কোন সুযোগ পেলে সদ্ব্যবহার করার চেষ্টা করবো।”

“হ্যাঁ, অবশ্যই খারাপ লাগে। বেশ কিছুদিন জাতীয় দলে খেলেছি আমি। মাঝে কিছুদিন ছিলাম না। মাঠের বাইরে থেকে জাতীয় দলের খেলা দেখা খুব কষ্টদায়ক। আমাকে আবার ভালো বল করে জাতীয় দলে জায়গা করে নিতে হবে,” যোগ করেন রুবেল।

রুবেলের কথার প্রতিফলন বিসিএলের মাঠেও দেখা গেছে। পূর্বাঞ্চলের বিপক্ষে পাঁচটি উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের জয় এনে দিয়েছেন তিনি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
High Court rule to curb air pollution in Dhaka

HC issues rule for curbing air pollution in Dhaka

The HC bench of Justice Kazi Zinat Hoque and Justice Aynun Nahar Siddiqua issued the rule after hearing a writ petition

2h ago