জুন থেকে গ্যাসের দাম ১ চুলা ৯০০ টাকা, ২ চুলা ৯৫০ টাকা

gas-burners-reuters

বিভিন্ন খাতে গ্যাসের দাম গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ এক ঘোষণায় বলা হয়, আগামী ১ মার্চ ও ১ জুন – দুই ধাপে গ্যাসের নতুন এই দাম কার্যকর করা হবে।

১ মার্চ থেকে গৃহস্থালি এক চুলার জন্য গ্যাসের দাম নেওয়া হবে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য নেওয়া হবে ৮০০ টাকা।

এছাড়াও, আগামী ১ জুন থেকে এক চুলার জন্য গ্যাসের দাম নেওয়া হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য নেওয়া হবে ৯৫০ টাকা।

এর আগে ২০১৫ সালে সেপ্টেম্বরে গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বাড়ানো হয়েছিল।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh from tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

10m ago