ঝিনাইদহে নিহত জঙ্গির স্বজনদের বাড়ি ঘেরাও

জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলায় দুইটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘিরে রাখা বাড়িগুলো গত সপ্তাহে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন এক জঙ্গির আপন বড় ভাই ও চাচাতো ভাইয়ের।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ি দুটি ‘জঙ্গি’ তুহিনের বড় ভাই সেলিম হোসেন ও চাচাতো ভাই প্রান্ত হোসেনের। তুহিন গত ৮ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী বেল্টের বিস্ফোরণে মারা যায়। আরো এক ‘জঙ্গি’ নিহত হয়েছিল তখন। ‘নব্য জেএমবি’র ওই আস্তানায় অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ থেকে ‘অল্পের জন্য প্রাণে রক্ষা’ পেয়েছিলেন পুলিশের এক কর্মকর্তা। বিস্ফোরণে আহত হন দুই পুলিশ।
র্যাবের মনির আহমেদ জানান, সকাল থেকে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬ ও স্থানীয় পুলিশ জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িগুলো ঘিরে রেখেছেন। র্যাবের ধারণা বাড়িগুলোর ভেতরে বোমা, গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরকসহ জঙ্গিরা অবস্থান করছে। দুটি বাড়ির দূরত্ব ৬০ ফুট বলেও জানান মেজর মনির।
র্যাবের এসিস্টেন্ট সুপারিন্টেনডেন্ট আবুল কালাম আজাদ জানিয়েছেন খুলনা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর র্যাব অভিযান শুরু করবে।
Comments