টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ শুরু ৭ মার্চ

BCB

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এ মাসেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাগতিকদের সঙ্গে টাইগারদের সিরিজ শুরু হবে ৭ মার্চ।

যদিও এখনো সফর তালিকা প্রকাশ করা হয়নি, তবুও বলা যায় ভারতের বিপক্ষে হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলা শেষে আজ দেশে ফেরার পর খুব কম সময় হাতে পাবেন খেলোয়াড়রা।

সফরকারীরা শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি খেলবে। এজন্য টাইগারদের ২৭ ফেব্রুয়ারি কলম্বো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফ্লাইট সিডিউলের কারণে একদিন দেরি হতে পারে বলে জানা গেছে।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডে সিরিজ খেলার পর থেকে বাংলাদেশ দল টানা সফরের মধ্যে রয়েছে। ভারতের পর এবার শুরু হচ্ছে মাসব্যাপী শ্রীলঙ্কা সফর।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দু’টি টেস্টের প্রথমটি ৭ মার্চ শুরু হবে দামবুলায়।

আগামী ৮ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL in the area

Now