টাঙ্গাইলে দুই ‘সহোদর জঙ্গি’ আটক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)। গতকাল রাতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নুরুল হুদা ওরফে মাসুম (৩৪) ও সৈয়দ মাজহারুল ইসলাম ওরফে খোকন (২৮)। কালিহাতীর এলেঙ্গা পৌরসভা এলাকায় তাদের বাড়ি।
র্যাব-১২ এর কর্মকর্তা সেলিম মোহাম্মদ জাহাঙ্গির বলেন, জঙ্গি থাকার কথা জানতে পেরে একটি বাড়ি ঘেরাও করে র্যাব। ওই বাড়িতে রাতভর অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, আস্তানা থেকে ওই দুই জনকে গ্রেফতারের পর বাড়িটি থেকে একটি ড্রোন, ধারালো অস্ত্র ও বিতর্কিত ইসলামি বই পাওয়া গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আজ ঢাকার মিরপুরে অভিযান চালানো হচ্ছে।
কালিহাতী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও ওই কর্মকর্তা জানান।
Comments