ঢাকার এক মা বানরের গল্প
গতকাল (১৬ আগস্ট) মুষল বৃষ্টির মধ্যে ছবিগুলো তুলেছেন এনবি মনসুর। রাজধানীর গুলশানে তাঁর বাসায় বসে এ ছবিগুলো তোলা হয়। এনবি মনসুরের বর্ণনায় এক মা বানরের গল্প তুলে ধরা হলো পাঠকদের কাছে।
“বুধবার, তুমুল বৃষ্টির মধ্যে দেখি এক মা বানর আশ্রয় নিয়েছে আমার জানালার পাশে একটি গাছে।”
“আমি ছবি তুলতে শুরু করতেই সে ভয় পেয়ে গেলো এবং অস্থির হয়ে পড়লো।”
“বৃষ্টি আরো বেড়ে যাওয়ায় এবং যেহেতু তাদের আর কোনো সুযোগ নেই তাই সেখানেই তারা বসে ছিলো। আমি দেখছিলাম একটি অসহায় মা বানর প্রাণিজগতের চিরায়ত ভাষার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।”
“তার চোখ দিয়ে সে আমাকে বলতে চাচ্ছে যে আমি যেন তার ছোট্ট বাচ্চাটিকে ভয় না দেখাই। সে এমন বৃষ্টির মধ্যে তার ঘুমন্ত বাচ্চাকে রক্ষা করতে ব্যস্ত। আমি অপরাধ বোধ করি। অনুতপ্ত হই। সে বার বার আমাকে পর্যবেক্ষণ করছিলো। আমি ক্যামেরা নামিয়ে নিয়ে তাকে আশ্বস্ত করি।”
“এরপর সে শান্ত হয় এবং তার বাচ্চাকে দুধ খাওয়াতে থাকে।”
“আমি তার চোখের উষ্ণ চাহনি দেখে মুগ্ধ হই। সে চোখের ভাষা যেন বলছিলো ‘তোমাকে ধন্যবাদ’। সেও আনন্দিত। একজন মা হিসেবে আমিও আনন্দিত। এভাবে আজ আমরা দুই মা বন্ধু হয়ে যাই।”
Comments