ঢাকায় বিমানবন্দরে ৩১ কেজি স্বর্ণ জব্দ

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে শুল্ক কর্মকর্তারা ৩১ কিলোগ্রাম স্বর্ণ জব্দ করেছে।
গত রাতে উদ্ধার হওয়া মোট ২৫ কেজি ওজনের ২৫০টি স্বর্ণের বার। ছবি: কাস্টমস

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে শুল্ক কর্মকর্তারা ৩১ কিলোগ্রাম স্বর্ণ জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের একটি দল গত রাত ১১টার দিকে জামিল আক্তার (৪৮) নামের একজনকে আটক করে। তার কাছ থেকে ২৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এই বারগুলোর ওজন প্রায় ২৫ কেজি। জামিলের বাড়ি নীলফামারী জেলায়। শুল্ক বিভাগের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটক ব্যক্তি সিঙ্গাপুর এয়ারওয়েজের ফ্লাইট এসকিউ ৪৪৬ এ চড়ে রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছান। সোনার বারগুলো নিয়ে হুইল চেয়ারে করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা তাকে আটক করে। তার কাছ থেকে পাওয়া স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ১২কোটি টাকা।

অন্যদিকে আজ সকালে একই বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ছয় কেজি সোনা জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা। আহসানুল কবীর জানান, ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ৩১৪ সকাল পৌনে ৮টার দিকে অবতরণের পর অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি করে। বারগুলো কালো টেপে মোড়ানো অবস্থায় ছিল। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago