ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি স্টুডিও উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগে উদ্বোধন করা হলো টেলিভিশন স্টুডিও।
ইউজিসি এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে আজ এই স্টুডিও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে কাজ করতে হলে ব্যবহারিক চর্চার প্রয়োজন রয়েছে।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সবসময়ই গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের জন্যে ব্যবহারিক চর্চার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে।”
এই টিভি স্টুডিওতে থাকবে একটি প্যানেল নিয়ন্ত্রণ কক্ষ, মাস্টার নিয়ন্ত্রণ কক্ষ, মেকআপ রুম, ক্যামেরা, লাইট এবং স্টুডিওর কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রাখার কক্ষ।
টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগ স্টুডিওটির দেখভাল করলেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-ভিত্তিক “ডিইউ টিভি” প্রতিষ্ঠারও ঘোষণা দেন।
Comments