ঢাকা সন্ত্রাসীদের আস্তানার বিস্ময়কর ছবি প্রকাশ

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর, আইন শৃঙ্খলা বাহিনী বিস্ময়কর এবং লোমহর্ষক কিছু ছবি প্রকাশ করেছে | সেসব ছবিতে উঠে এসেছে কল্যাণপুরের সেই বাড়ির ভেতরের চিত্র |

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর, আইন শৃঙ্খলা বাহিনী বিস্ময়কর এবং লোমহর্ষক কিছু ছবি প্রকাশ করেছে |

সেসব ছবিতে উঠে এসেছে কল্যাণপুরের সেই বাড়ির ভেতরের চিত্র |

ছবিগুলোতে দেখা যায়, বাড়ির ভেতরে কোনো আসবাবপত্র নেই | জঙ্গিরা সকলেই মেঝেতে ঘুমাতো |

অভিযানের পরে বাসার ভেতরে উইলসন ব্র্যান্ডের কিছু ব্যাকপ্যাক পাওয়া গেছে, যেগুলো গুলশানের হামলাকারী সন্ত্রাসীদের ব্যাগের সাথে হুবহু মিলে যায় |

 

বাড়িতে বেশ কিছু জিহাদি বই আর খাতা পাওয়া গেছে | সাথে মিলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার বেশ কিছু পাঠ্য পুস্তক আর গাইড বই| সরেজমিন গিয়ে দেখা যায়, বেশ কিছু বই এর পাতা পোড়ানো হয়েছে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে | ধারণা করা হচ্ছে, এই জঙ্গিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরার আগেই|

এরা সবাই কালো পাঞ্জাবি আর লাল সাদা ছককাটা স্কার্ফ পরতো | এদের মধ্যে একজনের পিঠে একটি ব্যাকপ্যাক ছিল যখন তাকে গুলি করা হয় | সেখান থেকে কয়েকটি ল্যাপটপ, কম্পিউটার এবং আইএস এর কালো পতাকা উদ্ধার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে|

একটি প্লাস্টিকের ট্রেতে একটি পিস্তল, দুটি চাপাতি এবং একটি সানগ্লাস দেখা যায় | ঘরের আরেকটি কোনায় একটি বেগুনি রঙের তাকের মধ্যে দুটি শেভিং ফোম, একটি টুথব্রাশ আর একটি স্কার্ফ দেখা যায়| একটি জানালায় তারা এইএস এর পতাকা ঝুলিয়ে রেখেছিলো |

ইউইলসনের লোগো সহ ব্যাকপ্যাক পাওয়া গেছে | গুলশানের হামলাকারীদের কাছেও হুবাবু একি ব্যাগ ছিল | ফটো: ডিএমপি

ঘরের ভেতর কোনো আসবাবপত্র নেই, জঙ্গিরা মেঝেতেই ঘুমাতো | ফটো: ডিএমপি

জঙ্গিরা আইএসের একটি পতাকা দিয়ে একটি জানালা ঢেকে রেখেছিলো | ফটো: ডিএমপি

অভিযানের পরে বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার আর আইএস এর পতাকা উদ্ধার করেছে পুলিশ: ফটো: ডিএমপি

জঙ্গিরা বেশ কিছু জরুরি দলিলপত্র পুড়িয়ে ফেলে পুলিশের নাগালে ধরা পড়ার আগেই | ফটো: ডিএমপি

ঘরের কোনায় একটি তাকের মধ্যে দুই ক্যান শেভিং ফোম, একটি টুথব্রাশ আর একটি স্কার্ফ পাওয়া যায় | ফটো: ডিএমপি

একটি প্লাষ্টিক ট্রেতে দুটি চাপাতি, একটি পিস্তল এবং একটি সানগ্লাস পাওয়া গেছে | ফটো: ডিএমপি

 

 

 

 

 

 

Comments

The Daily Star  | English

Tigers' top order dislodged in Powerplay

Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and chose to field first in the second T20I of the three-match series against India in Delhi on Wednesday.

3h ago