তিনবারের চেষ্টায় উদ্ধার মুসা ইব্রাহীম

পাপুয়া নিউগিনির মাউন্ট কার্স্টেনজ পিরামিডের বেস ক্যাম্প থেকে মুসা ইব্রাহীমসহ দুই ভারতীয় পর্বতারোহীকে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে গত সাত দিন থেকে তারা সেখানে আটকে ছিলেন।
মুসার স্ত্রী উম্মে শরবন তাহুরা আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান, উদ্ধার হওয়ার পর বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৬টার দিকে মুসার সাথে তার মেসেঞ্জারে কথা হয়েছে। এর পরই উদ্ধার হওয়ার কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মুসা।
উদ্ধার করে মুসাসহ অন্য দুজনকে তিমিকা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পাপুয়া নিউর একটি হোটেলে যাবেন তারা। মুসার স্ত্রী জানান, ইন্দোনেশিয়ার বালিতে তাদের যাওয়া কথা রয়েছে।
উদ্ধারের কিছুক্ষণ আগে ভোর সাড়ে ৫টার দিকে মুসা স্যাটেলাইট ফোন থেকে তার স্ত্রী ও এভারেস্ট একাডেমির সিইও মোহাম্মদ রাফাহকে একটি টেক্সট মেজেস দিয়ে জানান যে তাদের উদ্ধারের জন্য বেস ক্যাম্পে হেলিকপ্টার পৌঁছেছে।
অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত কার্স্টেনজ পিরামিড (৪,৮৮৪ মিটার) আরোহণের জন্য গত ৩০ মে ঢাকা ছাড়েন মুসা। ভারতীয় পর্বতারোহীদের সাথে যৌথ এই অভিযানের নাম দেওয়া হয় ‘বাংলাদেশ-ইন্ডিয়া’ ফ্রেন্ডশিপ।
তিনি ও দুই ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্র শেখর ১ জুন আরোহণ শুরু করেন। ১৮ জুনের মধ্যে তাদের অভিযান শেষ করার কথা ছিল।
মুসার স্ত্রী জানান, ১৩ জুন মুসার দলটি শিখরে পৌঁছে সেদিনই বেস ক্যাম্পে ফিরে আসেন। এর পর দিন মুসা স্যাটেলাইট ফোন থেকে তাকে টেক্সট ম্যাসেজের মাধ্যমে জানান বৈরি আবহাওয়ায় তারা বেস ক্যাম্পে আটকে রয়েছেন ও তাদের সাথে থাকা একজন অসুস্থ হয়ে পড়েছেন।
বৈরি আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টার নিয়ে দুই দফা চেষ্টা চালিয়েও গতকাল সকাল পর্যন্ত ভারতের ট্যুর অপারেটর কক্স এন্ড কিংস অভিযান পরিচালনা করতে পারেনি। আজ তৃতীয় চেষ্টায় তাদের উদ্ধার করা হল।
Comments