তেজগাঁও রেলওয়ে বস্তিতে আগুন: দগ্ধ ১
আজ শুক্রবার সকালে তেজগাঁও রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন এবং অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
এ ঘটনায় বস্তির বাসিন্দা মানিক (৩০) নামের একজন দগ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মরত অফিসার বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিনির্বাপক দলের আটটি ইউনিট ১০টা ২০ মিনিটে আগুন পুরোপুরিভাবে নিভিয়ে ফেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
Comments