দলে যোগ দিয়েই সাকিবের ব্যাটে ঝড়

shakib al hasan, সাকিব আল হাসান
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় জার্সি বদলালেও বদলায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের হাল। ব্লমফন্টেইনে একদিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ টপ অর্ডার।  ৬৩ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করেছেন বিশ্রাম শেষে দলে যোগ দেওয়া সাকিব আল হাসান। কেবল হালই ধরেননি, ব্যাটে তুলেছেন ঝড়। আউট হওয়ার আগে করেছেন ৬৭ বলে ৬৮ রান। তার দাপটে ডুবতে থাকা দল পেয়েছে দিশা।

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশে বিপক্ষে ব্লুমফন্টেইনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। ইমরুল ২৭ রান করলেও সৌম্য ফেরেন মাত্র তিন রান করে। ৩১ রানে দুই উইকেট হারিয়েও উইকেট পতন থামেনি। দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে মুন্সিয়ানা দেখানোয় এদিন ওয়ানডাউনে নামার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনিও। মাত্র ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন  ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শুরুটা করেছিলেন ভালোই। কিন্তু টানতে পারেননি। ২৯ বলে ২২ রান করে ফাঙ্গিসোর বলে আউট হয়ে ফিরে যান তিনি।  ফলে ৬৩ রানেই চার টপ অর্ডারকে হারায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে তুলেন সাকিব আল হাসান। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ২১ রান করে মাহমুদউল্লাহ ফিরে গেলে আবার ধাক্কা খায় দল। তবে সাব্বির রহমানকে নিয়ে দলকে ফের টানতে থাকেন বাংলাদেশের 'নাম্বার ওয়ান'। এই জুটি থেকে আসে আরও ৭৬ রান। দলীয় ১৯৬ রানের মাথায় ফাঙ্গিসোর বলে ডুমিনির হাতে ক্যাচ দেন ৬৮ রান করা সাকিব। তার ইনিংসে ছিল নয়টি চারের মার। 

সাকিবের সঙ্গে জুটি বাধা সাব্বির রহমানও ফিরেছেন ছন্দে। টেস্টে রান না পেলেও পোশাক বদলে পেয়েছেন তাল। তুলে নিয়েছেন ফিফটি। আউট হওয়ার আগে ৫৫ বলে ৫২ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন দুটি চার ও তিনটি ছক্কা। 

Comments