দিনাজপুরে ‘রহস্যময় পুকুর’ থেকে উঠছে তেল
পুকুরের পানিতে ভাসছে তেল। পানি শুঁকলেও পাওয়া যাচ্ছে তেলের গন্ধ। গত কিছু দিন থেকে দিনাজপুরের খানসামা উপজেলার একটি পুকুরে এমন তেল পাওয়া যাচ্ছে। পুকুরটিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
পুকুরের মালিক উপজেলার টাঙ্গুয়া গ্রামের হাবিবুর রহমান জানান, “প্রায় ১৫ দিন আগে এক নারী আমাকে বলেন পুকুরের পানিতে ডিজেলের মত গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু তার কথা তখন বিশ্বাস হয়নি।”
হাবিবুর রহমানের তথ্য অনুযায়ী, ২৫ বছর আগে ৩৩ শতাংশ জমিতে তিনি পুকুরটি খনন করেছিলেন। তখন এরকম কিছু পাওয়া যায়নি। গত এক-দুই সপ্তাহ থেকে পুকুরটিতে তেল পাওয়া যাচ্ছে।
এক গ্রামবাসী শিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “পুকুরের পানির গন্ধ ডিজেলের মত। পানিতে তেলও ভাসতে দেখেছি আমরা।” শাহনুর রহমান নামের আরেক ব্যক্তি বলেন, “এমনকি মাটিতেও তেলের গন্ধ পাওয়া যাচ্ছে।”
গতকাল এই প্রতিবেদক সরেজমিনে দেখেন, তেলের ব্যাপারে নিশ্চিত হতে পুকুরের চারপাশে গর্ত খুঁড়ছেন গ্রামবাসী। পানিতে ভাসমান তেলে কাগজ ভিজিয়ে আগুন ধরাতেও দেখা যায় কয়েকজনকে।
স্থানীয় ভেরভেরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান পুকুরটি পরিদর্শন করেছেন। পরীক্ষা করার জন্য পুকুরের পানির নমুনা সংগ্রহ করা হয়েছে।
পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লি. এর খনি বিশেষজ্ঞ মির আব্দুল হান্নান বলেন, “একটা নির্দিষ্ট গভীরতায় তেল পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞ অনুসন্ধানে এ ব্যাপারে জানা যাবে।”
Comments