দুদকের শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন সাকিব আল হাসান

Shakib Al Hasan
১১ সেপ্টেম্বর, ২০১৭ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রধান কার্যালয়ে এলে তাঁকে ক্রেস্ট উপহার দেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ (বামে)। ছবি: স্টার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিশেষ আমন্ত্রণে সাকিব আজ (১১ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এলে তাঁকে এমন প্রস্তাব দেওয়া হয়।

সাকিবের উদ্দেশ্যে দুদকের চেয়ারম্যান বলেন, “আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছাদূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার অনুরোধ করছি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশনের যে কোনো কর্মসূচিতে আমি আসবো। আমরাও চাই দুর্নীতিমুক্ত দেশ।”

সাকিব দুদকের শুভেচ্ছাদূত হতে সম্মতি জ্ঞাপন করেন। তিনি দুর্নীতি দমনে বাংলাদেশকে বিশ্বের একটি “রোল মডেল” হিসেবে দেখতে চান বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Over 14 million people could die from US foreign aid cuts: study

USAID had provided over 40 percent of global humanitarian funding until Trump returned to White House

9m ago