দুবাইয়ের আকাশে উড়ন্ত ট্যাক্সি

দুবাইয়ের আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। শহরটির পরিবহন কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি চীনা প্রতিষ্ঠান নির্মিত স্ব-চালিত হোবার ট্যাক্সির টেস্ট ট্রায়াল করেছে। আশা করা হচ্ছে আগামী জুলাই মাসে দেখা যাবে এই উড়ন্ত ট্যাক্সিগুলো।
hover-taxi
২০১৭ সালের দুবাই ওয়ার্ল্ড গর্ভনমেন্ট সামিটের প্রদর্শনীতে ইহাং ১৮৪ মডেলের হোবার টেক্সি, ছবি: এএফপি

দুবাইয়ের আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। শহরটির পরিবহন কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি চীনা প্রতিষ্ঠান নির্মিত স্ব-চালিত হোবার ট্যাক্সির টেস্ট ট্রায়াল করেছে। আশা করা হচ্ছে আগামী জুলাই মাসে দেখা যাবে এই উড়ন্ত ট্যাক্সিগুলো।

২০৩০ সালের মধ্যে দুবাইয়ের সব পরিবহনকে স্ব-চালিত করার লক্ষ্য হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, খবর এএফপি

এক বার্তায় দুবাই পরিবহন কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, একব্যক্তির এই ইলেক্ট্রিক ট্যাক্সিগুলো একটি পূর্ব নির্ধারিত পথে মাটি থেকে ১,০০০ ফুট ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার উড়তে সক্ষম।

বার্তাটিতে আরও বলা হয়, ট্যাক্সিতে উঠে একজন যাত্রীকে শুধুমাত্র তাঁর গন্তব্য ঠিক করে নিতে হবে। তারপর ট্যাক্সি উড়বে সেই গন্তব্যের দিকে। দুই ঘণ্টার চার্জে ট্যাক্সিগুলো ৩০ মিনিট পর্যন্ত উড়তে পারবে।

ট্যাক্সিটির গতিবিধি পরিচালনা করা হবে একটি গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার থেকে।

চীনা ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান ইহাং এই ট্যাক্সিগুলো তৈরি করেছে।

দুবাই পরিবহন কর্তৃপক্ষ প্রধান মাত্তার আল তায়ের বলেন, “যে উড়ন্ত ট্যাক্সিগুলো আমরা ওয়ার্ল্ড গর্ভনমেন্ট সামিটের প্রদর্শনীতে দেখেছিলাম সেগুলো শুধুমাত্র কোন মডেল ছিল না। আমরা ইতোমধ্যে দুবাইয়ের আকাশে এর অভিজ্ঞতা নিয়েছি।”

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

7h ago