দেশজুড়ে সতর্কাবস্থায় পুলিশ

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যের মৃত্যুর প্রেক্ষাপটে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
sylhet-operation
সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যের মৃত্যুর প্রেক্ষাপটে ২৫ মার্চ থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। ছবি: স্টার ফাইল ফটো

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যের মৃত্যুর প্রেক্ষাপটে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

গতকাল পুলিশ সদরদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়।

ঢাকায় পুলিশ সদরদপ্তরে সহকারী পুলিশ পরিদর্শক (এআইজি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে আজ বলেন, সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে সারাদেশে পুলিশকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় সকল পুলিশ সদস্যকে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার নিতে বলা হয়েছে। এছাড়াও, থানা ও চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার শুরু হওয়া সিলেটের শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানায় সেনা নেতৃত্বাধীন যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন টুইলাইট’-এর তৃতীয় দিনে আজ শক্তিশালী বিস্ফোরণ ও বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা গেছে।

আজ দুপুর সাড়ে ৩টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা যায়, গোলাগুলি চলছে।

জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই গতকাল দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত দুজন পুলিশসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০জন।

বিস্ফোরণের কয়েকঘণ্টা পর যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

1h ago