ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাণিজ্যিক ভবন আনাম র্যাংগস প্লাজার আগুন আজ (২০ আগস্ট) সন্ধ্যায় নিয়ন্ত্রণে এসেছে।
আড়াই ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
এর আগে তিনি জানান, আজ বিকেল চারটার দিকে এই ছয় তলা ভবনটির চার তলায় আগুন লাগে।
বাণিজ্যিক ভবনটির একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল বাহিনীর সদস্যরা জানান।
Comments