নতুন ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে: জাতিসংঘ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে গত দুই সপ্তাহে প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থার মুখপাত্র ভিভিয়ান টান আজ (৮ সেপ্টেম্বর) জানান, গত বৃহস্পতিবারে এ সংখ্যা ছিলো ১ লাখ ৬৪ হাজার। কিন্তু, নতুন নতুন স্থানে রোহিঙ্গাদের অবস্থানের ফলে সেই সংখ্যা এখন বেড়ে গেছে।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় নতুন করে এতো মানুষ এসেছে তা বলা যাবে না, বরং আমরা নতুন নতুন স্থান পেয়েছি যেখানে রোহিঙ্গারা অবস্থান করছেন। এসব জায়গা সম্পর্কে আমরা আগে অবহিত ছিলাম না।”
ইউএনএইচসিআর-এর মুখপাত্রের মতে, শরণার্থীদের এই সংখ্যা খুবই উদ্বেগজনক। তিনি বলেন, “এর অর্থ হচ্ছে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো এবং জরুরীভিত্তিতে মিয়ানমারের এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে।”
Comments