নাইটক্লাবে পর্ন তারকাকে শেন ওয়ার্নের ঘুষি

শেন ওয়ার্ন। ছবি: এএফপি

এবার এক পর্ন তারকাকে ঘুষি মারার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড শেন ওয়ার্নের বিরুদ্ধে। শুক্রবার রাতে লন্ডনের এক নাইট ক্লাবে ভ্যালেরি ফক্স নামের ওই পর্ন তারকার ওপর মেজাজ হারান তিনি। তবে ঘটনা সেখানেই থেমে থাকেনি। তার মুখে সজোরে ঘুষিও মারেন ওয়ার্ন।

ঘটনাটি গত শুক্রবার রাতের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ক্লাবের ভেতরে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এক পর্যায়ে ওয়ার্নের ঘুষির চোটে মেঝেতে পড়ে যান ৩০ বছরের ভ্যালেরি। এসময় তিনি হাত দিয়ে মুখ চেপে ধরে ছিলেন।

গতকাল শনিবার শেন ওয়ার্নের নামে পুলিশের কাছে নালিশ করেছেন ভ্যালেরি। তার কৃতকর্ম দেখাতে নিজের কালসিটে চেহারার একটি ছবিও টুইট করেছেন। সাথে লিখেছেন, “নিজেকে নিয়ে অহংকার কর? মেয়েদের গায়ে হাত তোলো? নিকৃষ্ট ব্যক্তি।” আরেকটি টুইটে তিনি লিখেন, “বিখ্যাত হওয়ার অর্থ এই না যে আপনি চাইলেন আর একজন নারীকে মারধর করে পার পেয়ে গেলেন।”

নাইট ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযোগ তদন্ত করছে পুলিশ।

তবে ভ্যালেরি ও ফক্স ও শেন ওয়ার্ন এক সাথে ক্লাবে গিয়েছিলেন নাকি ক্লাবের ভেতরে দুজনের সাক্ষৎ হয় সে ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি। কয়েক ডজন পর্ন ছবিতে অভিনয়কারী ভ্যালেরি টুইটারে নিজেকে ‘গ্ল্যামার মডেল আন্তর্জাতিক সম্মোহনী নারী’ হিসেবে পরিচয় দিয়েছেন।

১৫ বছরের ক্যারিয়ারে শেন ওয়ার্ন এক হাজারের বেশি উইকেট শিকার করেছেন। তবে নারী সংশ্লিষ্ট ঘটনার কারণে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে বেশ সমালোচিত ছিলেন তিনি। এক ব্রিটিশ নার্সকে অশালীন টেক্সট মেসেজ দেওয়ায় ২০০০ সালে ভাইস-ক্যাপ্টেন্সি হারাতে হয়েছিল তাকে। দাম্পত্য সম্পর্কে অসততার অভিযোগ তুলে ২০০৫ সালে স্ত্রী সিমন ক্যালাহান তাকে ছেড়ে যান। ভাঙা সম্পর্ক জোড়া লাগলেও ২০০৭ সালে তিন সন্তানের মা সিমন আবার শেন ওয়ার্নকে ছেড়ে যান। সেবার অন্য এক নারীর উদ্দেশে লেখা মেসেজ ভুল করে স্ত্রীর মোবাইলে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সূত্র: দ্য সান

Comments

The Daily Star  | English

Inflation pushes people to compromise on priorities: commerce adviser

Sk Bashir Uddin says he will work hard together with everyone to control commodity prices

1h ago