নারায়ণগঞ্জে ২ রকেট লাঞ্চার, ৬১ এলএমজি উদ্ধার

narayanganj firearms
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দুটি রকেট লাঞ্চার এবং ৬১টি এলএমজিসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দুটি রকেট লাঞ্চার এবং ৬১টি এলএমজিসহ বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আমাদের নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রূপগঞ্জের পূর্বাচল ৫ নং সেক্টরে গত রাতে এই অভিযান চালায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “গতকাল সন্ধ্যায় রাইফেলসহ একজন ব্যবসায়ী গ্রেফতার হওয়ার পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্বাচলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দুটি রকেট লাঞ্চার, ৬১টি এলএমজি এবং ৪০টি ম্যাগজিন উদ্ধার করা হয়।”

এদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ সকালে প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago