নারায়ণগঞ্জে ৪ আ. লীগ কর্মী হত্যায় ২৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের চার কর্মী হত্যা মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিএনপির একজন নেতাও রয়েছেন। ২০০২ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এই হত্যাকাণ্ড ঘটেছিল।
নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের জজ কামরুন্নাহার আজ এই রায় দেন। ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জেসমিন আহমেদ আমাদের জেলা প্রতিনিধিকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ১৯ জন রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গোপালদি ইউনিয়ন শাখা বিএনপির আবুল বাশার কাশুও রয়েছেন। অন্য চার জন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ১২ মার্চ কাশু ও তার লোকজন বারেক ও তার আত্মীয় বাদল, ফারুক ও কবীরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাদের ওপর নির্যাতন চালিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের শিকার বারেক আড়াইহাজার থানা শাখা ছাত্রলীগ ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই। তিনি ছাত্রলীগ করতেন। ফারুক ও কবীর আওয়ামীলীগের কর্মী ছিলেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি অতিরিক্ত কৌঁসুলি জেসমিন আহমেদ।
Comments