নাসিরনগরে ইসকন মন্দির থেকে মূর্তি চুরি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত একটি মন্দির থেকে ছয়টি বিগ্রহ চুরির ঘটনা ঘটেছে।
রবিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ফান্দাউক গ্রামে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
মন্দিরের পুরোহিত গৌর চরণ দাস ডেইলি স্টারকে জানান, চোরের দল মন্দিরের আটটি তালা ভেঙ্গে পিতলের তৈরি বিরাটাকৃতির পাঁচটি ও পাথরের তৈরি একটি বিগ্রহ মূর্তিসহ ছয়টি মূর্তি ও যাবতীয় সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এসময় তারা পুরোহিত থাকার কক্ষসহ অন্য আরেকটি কক্ষের দরজার বাইরের দিকে তালা দিয়ে রাখে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু জাফর মন্দিরের মূর্তি চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থানার একজন উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে।
Comments