নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৭-৮ মরদেহ, অভিযান সমাপ্ত

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় সাত-আটটি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও, আজ বিকেলে ‘অপারেশন হিট ব্যাক’ এর সমাপ্তি ঘোষণা করা হয়।
moulvibazar-nasirpur
আজ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ এর সমাপ্তি ঘোষণা করা হয়। ছবি: স্টার

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানায় সাত-আটটি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও, আজ বিকেলে ‘অপারেশন হিট ব্যাক’ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

জঙ্গিদের নব্য-জেএমবি হিসেবে উল্লেখ করে মনিরুল বলেন, আস্তানার ভেতরে জঙ্গিরা বিস্ফোরক দিয়ে নিজেদের ‘উড়িয়ে’ দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছিল বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এর আগে জানা যায়, অভিযানে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, নাসিরপুরের জঙ্গি আস্তানায় আজ দ্বিতীয় দিনে ‘অপারেশন হিট ব্যাক’ শুরুর পর অনবরত গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বৈরি আবহাওয়ার মধ্যেই পুলিশের বিশেষ বাহিনী সোয়াট আজ ফের সেখানে অভিযানে নামে। বিকেল চারটার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দল জঙ্গি আস্তানার ভেতরে প্রবেশ করে।

এর আগে, সকাল সোয়া ১১টার দিকে প্রথম বিস্ফোরণটি হয়। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর দুপুর ১২টা ৫৮ মিনিটে আরেকটি অপেক্ষাকৃত শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

উল্লেখ্য, জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে গতকাল ভোর থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যেই বাড়িটির সীমানার মধ্যে ঢুকে অভিযান চালায় সোয়াট।

Comments