নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, ভোগান্তিতে রাজধানীবাসী

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে বৃষ্টি দিয়ে সোমবার সকাল শুরু হওয়ায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে সবচেয়ে বেশি।
রবিবার রাত থেকে প্রায় একটানা বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তাতেই পানি জমে গেছে। সেই সাথে রিকশা ও সিএনজিতে যাতায়াত করতে অতিরিক্ত ভাড়া নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে।
রাস্তায় যানবাহন কম থাকায় অফিসগামী লোকজন, স্কুল কলেজের শিক্ষার্থী ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়তে দেখা গেছে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস থেকে দেওয়া এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা সৃষ্ট নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টার দিকে ভোলা ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
এটি আরো উত্তর ও উত্তর-পূর্বে স্থলভাগের দিকে অগ্রসর হতে পারে।
চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
Comments