নির্বাচন ২০১৯: ইসির সংলাপ শুরু জুলাইয়ে
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ জানান তিনি আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকেেআসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবেন। এই সংলাপ চলবে নভেম্বর পর্যন্ত।
আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার সময় তিনি এ কথা জানান।
কেএম নুরুল হুদা বলেন, “আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজ এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো।”
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ব্যবহারের বিষয়ে সব রাজনৈতিক দলের মতৈক্য না হলে তা ব্যবহার করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
Comments