পদ্মায় এক ছাত্রের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

ঢাকার দোহারে পদ্মায় নিখোঁজ হওয়া তিন ছাত্রের মধ্যে আজ সকালে একজনের লাশ পাওয়া গেছে। গতকাল মৈনট ঘাটে পানিতে নেমে তারা নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ৯টার দিকে ফায়ার ফাইটাররা একজনের লাশ ভাসমান অবস্থায় পেয়েছে।
দুপুর পৌনে ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ অন্য দুজনের সন্ধান পাওয়া যায়নি।
‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মৈনট ঘাটে গতকাল বেড়াতে গিয়েছিলেন তারা। বিকাল ৫টার দিকে পানিতে নেমে সেলফি তোলার সময় ঢেউয়ের ধাক্কায় তারা ভেসে যান।
ওই তিন ছাত্রের পরিচয় এখনও জানা যায়নি।
Comments