পদ্মায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ
পদ্মা নদীতে নৌকা ডুবে পাঁচ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটি কালবৈশাখীর কবলে পড়েছিল। গতকাল সন্ধ্যায় রাজশাহী শহরে ঝড়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা আজ সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে সন্ধান চালিয়েছে।
ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ছয় জন ছিলেন। একটি চর থেকে তারা শহরের শাহ মখদুম এলাকায় ফিরছিলেন।
ফায়ার ফাইটাররা জানান, দুর্ঘটনাস্থল থেকে এক জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ জনের এখনও কোন হদিস পাওয়া যায়নি।
Comments