পাবনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার ফরিদপুর উপজেলার বিলচান্দক গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামের মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছয় মাস আগে তাদের বিয়ে হয়। তারা গার্মেন্টসে চাকরি করতেন। গত কয়েক মাস ধরে বাড়িতেই থাকতেন। আজ সকালের খাওয়া শেষ করে স্বামী-স্ত্রী তাদের ঘরে যায়। এরপর দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তাদের ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।’

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে, পুলিশ ঘটনার তদন্ত করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

15m ago