পাহাড়ধসে নিহতদের মধ্যে সেনাসদস্য রয়েছে: আইএসপিআর
চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাগুলোতে পাহাড়ধসে হতাহতদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্য রয়েছেন বলে মনে করা হচ্ছে।
দ্য ডেইলি স্টার এখন পর্যন্ত মেজর মাহফুজ ও ক্যাপ্টেইন তানভিরের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। রাঙামাটির মানিকছড়িতে ধসে পড়া সেনা ক্যাম্পে তারা ছিলেন। টানা বৃষ্টির পর ক্যাম্পটি ধসে যায়।
রাঙামাটির সিভিল সার্জন ড শদীদ তালুকদার আমাদের স্থানীয় প্রতিনিধিকে ওই দুই সেনা কর্মকর্তা নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম পাহাড়ধসে হতাহতের খবর জানিয়ে বলেন, নিহতদের মধ্যে দুজন সেনা কর্মকর্তা রয়েছেন।
নিহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
গতকাল সারাদিন বৃষ্টির পর পাহাড়ধসে দুই সেনাকর্মকর্তা সহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর ব্যপারে নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments