পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে একটি বুনো হাতি মারা গেছে। দরিয়ানগর শহরতলী এলাকায় এই ঘটনা ঘটেছে।
গতকাল রাত ৩টার দিকে হাতিটি পাহাড়ের প্রায় ১৫০ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম স্থানীয়দের উদ্ধৃত করে জানান, ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের পাহাড়ে ছয়টি হাতির একটি দল গিয়েছিল। ওই দলের একটি হাতি কোন কারণে পাহাড় থেকে পড়ে যায়।
পড়ে যাওয় বয়স্ক পুরুষ হাতিটি সেখানেই মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা আলি কবির বলেন, এলাকাটি বন্য হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেখানে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছে।
Comments