পিরোজপুরে নারীরাই বেশি তালাক দিচ্ছেন
পিরোজপুর জেলায় পুরুষদের তুলনায় তিনগুণ বেশি নারী তালাক দিচ্ছেন বলে জানা যায় এক পরিসংখ্যানে।
পিরোজপুর জেলা রেজিস্ট্রার অফিসের দেওয়া তথ্যে জানা যায়, ২০১৩ সালের এক হিসেব অনুযায়ী ১,১০৬ নারী তাঁদের স্বামীদের তালাক দিয়েছেন। একই সময়ে ৩৪৪ পুরুষ তালাক দিয়েছেন তাঁদের স্ত্রীদের।
২০১৪ সালের হিসেবে দেখা যায়, ৩২৮ পুরুষের বিপরীতে ১,২১৩ নারী তালাক দেন।
আমাদের পিরোজপুর সংবাদদাতা জানান, জেলা রেজিস্ট্রার অফিসের দেওয়া তথ্যে দেখা যায় একই হার অব্যাহত থাকে ২০১৫ ও ২০১৬ সালেও।
তিনি আরও জানান, তালাক দেওয়া নারীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের ভেতর আর পুরুষদের বয়স ৩৫ বছরের নিচে।
জেলার নাজিরপুর উপজেলার শ্রীরুমকাঠি ইউনিয়নের একজন বিবাহ রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কালাম বলেন, “অধিকাংশ ক্ষেত্রে নারীদের তালাক দেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে তাঁদের স্বামীদের মাদকাসক্তি ও পারিবারিক নির্যাতন।”
পিরোজপুর বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) আবদুর রাজ্জাক খান বলেন, “তালাকপ্রাপ্ত পরিবারগুলোর সন্তানেরা শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ছে।”
Comments