পূর্ণ সূর্যগ্রহণ সোমবার

মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন ২১ আগস্টের জন্যে। এ দিন দেখা মিলবে এক অপরূপ মহাজাগতিক দৃশ্যের। ১৯১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত হবে পূর্ণ সূর্যগ্রহণ।
২০১৬ সালের ৯ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেখা পূর্ণ সূর্যগ্রহণ। ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন ২১ আগস্টের জন্যে। এ দিন দেখা মিলবে এক অপরূপ মহাজাগতিক দৃশ্যের। ১৯১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত হবে পূর্ণ সূর্যগ্রহণ।

পশ্চিম ইউরোপ, আফ্রিকার কয়েকটি এলাকা এবং এশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণের দেখা মিলবে। তবে বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না।

দিনের শুরুতেই ধীরে ধীরে চাঁদ অবস্থান নিবে পৃথিবী ও সূর্যের মাঝামাঝি। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্য অরিগনের ভূমি থেকে গ্রহণের শুরুর দৃশ্য দেখা যাবে স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে। মাঝে ১২টি রাজ্য পেরিয়ে গ্রহণের শেষ অংশটি দেখা যাবে দেশটির পূর্ব উপকূলীয় রাজ্য সাউথ ক্যারোলিনায়।

পূর্ণ সূর্যগ্রহণের খবরে যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যের অধিবাসীদের মধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। শুরু হয়েছে “এক্লিপস পার্টি”-র প্রস্তুতিও।

সেদিন প্রায় তিন মিনিট সূর্যকে ঢেকে রাখবে চাঁদ। পূর্ণ গ্রহণের এলাকায় দেখা দেবে সন্ধ্যার আবহ। দিনের বেলাতেই দেখা যাবে বৃহস্পতি ও শুক্রসহ বিভিন্ন গ্রহ। রাতের তারারাও উঁকি দিবে সে সময়।

ইলিনয় রাজ্যের জায়েন্ট সিটি স্টেট পার্কে বসে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে দুই মিনিট ৪১.৬ সেকেন্ড। ১৯৭০ সালের পর যুক্তরাষ্ট্রবাসী এমন দৃশ্য দেখার সুযোগ পাননি।

এ দিন আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ, আফ্রিকার কয়েকটি এলাকা এবং এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে। তবে আগ্রহীরা এ পূর্ণ সূর্যগ্রহণটি দেখতে পাবেন নাসা টেলিভিশন এবং নাসার ওয়েবসাইটে লাইভ ভিডিও স্ট্রিমের মাধ্যমে।

নাসার ওয়েবসাইটে জানানো হয়েছে ১১টি বিমান থেকে ধারণ করা হবে সূর্যগ্রহণের দৃশ্য। এছাড়াও, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পাঠাবেন গ্রহণকালে প্রকৃতির রহস্যময় রূপের ছবি। তথ্যসূত্র: নাসা

Comments