পেইন্ট যুগের ইতি!

কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন কিন্তু পেইন্ট সফটওয়্যারটি চালায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই পেইন্ট যুগের সমাপ্তির ইঙ্গিত দিয়ে সোমবার মাইক্রোসফট বলেছে, তারা ত্রিমাত্রিক ছবি আঁকার সফটওয়্যারকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে।
১৯৮৫ সালে প্রথম পেইন্ট সফটওয়্যারটি প্রকাশ করে মাইক্রোসফট। উইন্ডোজের সাথে স্বয়ংক্রিয়ভাবে এই সফটওয়্যারটিও ইনস্টল হয়ে যায়। উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ এ পেইন্ট থাকলেও অপারেটিং সিস্টেমটির আগামী আপডেটে একে বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। চলতি বছরের শেষ দিকে এই আপডেট প্রকাশ করবে মাইক্রোসফট।
টেকনোলোজি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, বাতিলের তালিকায় থাকা সফটওয়্যার আর হালনাগাদ করা হবে না ও ভবিষ্যতে এগুলো বাদ দিয়ে দেওয়া হতে পারে।
তবে কিছুটা আশার কথা হল, পেইন্ট থ্রি-ডি’তে পুরনো পেইন্টের কিছুটা হলেও স্বাদ নিতে পারবেন উইন্ডোজ ব্যবহারকারীরা। চলতি বছরের শুরুর দিকে পেইন্ট থ্রি-ডি ছেড়েছে মাইক্রোসফট।
Comments