স্বর্ণ পদক পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সমাবর্তন থেকে ১৭ হাজার ৮৭৫ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। ছবি: পলাশ খান

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী আজ স্বর্ণপদক পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে এই শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

সমাবর্তনে ৬১ জন গবেষককে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ও ৪৩ জনকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি প্রদান করা হয়।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই সমাবর্তন থেকে ১৭ হাজার ৮৭৫ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

শিক্ষা ও গবেষণায় অসাধারণ নেতৃত্ব দেওয়ায় অধ্যাপক অমিত চাকমাকে ডক্টর অব সায়েন্স (এসসিডি) উপাধি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago