প্রকৃত ব্যবহারকারীরা ফিরে পাচ্ছেন ফেসবুক
প্রকৃত ব্যবহারকারীরা ফিরে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল। ভুয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে চালানো এক অভিযানের সময় এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে রাখা হয়েছিল।
ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে কিছু জানায়নি। এমনকি কতগুলো অ্যাকাউন্ট বন্ধ হয়েছে তাও জানা যায়নি।
একজন অনলাইন সাংবাদিক মোহাম্মদ বাদল জানান, গত শনিবার তাঁর অ্যাকাউন্টটি ওপেন করতে ব্যর্থ হলেও পরে তা সচল দেখতে পান।
বাদল বলেন, “গত ৩ মার্চ ফেসবুক থেকে আমার ফোনে একটি অথেনটিকেশন কোড নম্বর আসে কিন্তু আমি তা এড়িয়ে গিয়েছিলাম। মনে হয়, এর ফলে, আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে ছিলো।”
পরে তিনি সেই কোড নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট খোলার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন বলেও জানান।
“গতকাল সন্ধ্যায় ফেসবুক থেকে আবারও একটি ভেরিফিকেশন কোড আসে এবং আমি তা ব্যবহার করি। এর কয়েক ঘণ্টা পর ফেসবুক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টটি পুনরায় খুলে দেয়।”
আরেকজন ফেসবুক ব্যবহারকারী শুভ জানান, বন্ধ হওয়ার দুদিন পর তাঁর অ্যাকাউন্টটি তিনি খোলা দেখতে পান।
অননুমোদিত লাইক ও কমেন্টের কাজে ব্যবহার করার অভিযোগে গত দুদিন ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
ফেসবুক এর ওয়েবসাইটে এসব ব্যবহারকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য অনেক ব্যবহারকারীকে তাঁদের পরিচয়পত্র, ইমেল আইডি এবং অ্যাকাউন্ট নেম দিতে হয়।
‘ডিজিটাল ইন টুথাউজেন্ট সেভেনটিন গ্লোবাল ওভারভিউ’-এর প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশ থেকে প্রায় দুই কোটি ছয় লাখ ফেসবুক অ্যাকাউন্ট পরিচালিত হয়।
Comments