প্রধানমন্ত্রী এখন ভালো আছেন

sheikh hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। গত ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ২৮ সেপ্টেম্বর তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, “তিনি এখন ভালো আছেন”।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় লিখেছেন, “গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন। সার্জারি অত্যন্ত সফল ছিল।”

তিনি আরও বলেন, “পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”

জয় লিখেছেন, “আজ মার জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।”

যারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, জয় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এখন ভালো আছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার ওয়াশিংটন থেকে বাসসকে জানান, শেখ হাসিনা ৫ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago