ফটো সাংবাদিক আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চার বছর আগে এই হত্যাকাণ্ডে যুক্ত থাকায় এক জনকে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে আফতাবের গাড়ি চালক রয়েছেন।
আফতাব আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত সাত জনের মধ্যে পাঁচ জনকে ২০১৪ সালের ১৩ জানুয়ারি র‍্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি: স্টার ফাইল ফটো

ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চার বছর আগে এই হত্যাকাণ্ডে যুক্ত থাকায় এক জনকে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে আফতাবের গাড়ি চালক রয়েছেন।

২০১৩ সালের ২৫ ডিসেম্বর ঢাকার পশ্চিম রামপুরার বাসায় ৭৯ বছর বয়সী একুশে পদক প্রাপ্ত এই ফটো সাংবাদিককে মৃত অবস্থায় পাওয়া যায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হুমায়ুন কবীর (৩২), আফতাবের গাড়ির চালক বিল্লাল হোসেন (৩৫), হাবিব হাওলাদার (২১), রাজু মুনশি (২২) ও রাসেল।

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রাজু ও রাসেল পলাতক রয়েছেন। এই দুজন বাদে অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রংপুরের মহিপুরের আফতাব ১৯৬২ সালে ফটো সাংবাদিক হিসেবে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তুলেছিলেন তিনি।

২০০৬ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। ২০১০ সালের ১৬ ডিসেম্বর তাঁর বাড়ি থেকে পদক ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago