কলামিস্ট ফরহাদ মজহার ‘নিখোঁজ’

Farhad Mazhar
লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার। ছবি: ফাইল ফটো

বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আজ (৩ জুলাই) ভোরে “নিখোঁজ” হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

লেখকের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (তেজগাঁও বিভাগের) বিপ্লব কুমার সরকার দ্য ডেইলি স্টারকে আজ বিকেলে বলেন, একটি ফোন এলে তিনি তাঁর আদাবরের বাসা থেকে ভোর ৫টার দিকে বের হন।

ফরিদা জানান, ফরহাদ মজহারের বাসা থেকে বের হওয়ার আধা ঘণ্টা পর তিনি তাঁর মোবাইল ফোনে ফোন দেন এবং বলেন, “আমাকে বাঁচাও, ওরা আমাকে কিডন্যাপ করেছে। ওরা আমাকে মেরে ফেলবে।”

বিপ্লব কুমার সরকার বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যরা ফরহাদ মজহারের বাসা পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজে দেখেন যে তিনি আজ ভোর ৫টা ৭ মিনিটে “স্বাভাবিকভাবেই” বাসা থেকে বের হয়ে যাচ্ছেন।

এ ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। “আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি,” তিনি জানান।

Click here to read the English version of this news

Comments