ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন, নিহত ৭
ফের রক্তাক্ত হল লন্ডন। এবারও পথচারীদের ওপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে হামলা চালানো হল। কর্মকর্তারা জানান, হামলায় সাতজন নিহত ও আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় পথচারীদের ওপর গাড়ি নিয়ে হামলা হয়। আতঙ্কিত লোকজন পাশের বারগুলোতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে লোকজনকে ছুরিকাঘাত শুরু করে। পুলিশ তিন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।
গত মার্চেও একই কায়দায় লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে হামলা হয়েছিল। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হওয়ার আগেই ওয়েস্টমিনিস্টার সেতুতে গাড়িচাপা দিয়ে ও পার্লামেন্ট ভবনের সীমানার ভেতরে ঢুকে কুপিয়ে মোট ছয় জনকে হত্যা করেছিল সে। দেশটির পুলিশ তখনকার ওই ঘটনাকে ‘ইসলামপন্থী সংশ্লিষ্ট সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছিল।
ইংল্যান্ডের উত্তরের শহর ম্যানচেস্টারে অ্যারিয়ানা গ্রান্ডের পপ কনসার্টে আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুরনো কায়দায় লন্ডন ব্রিজে হামলা হল। ম্যানচেস্টার হামলার দায় স্বীকার করেনি কেউ।
ব্রিটেনের শীর্ষ সন্ত্রাসদমন কর্মকর্তা মার্ক রাউলি বলেছেন, “দুঃখজনকভাবে ছয় জন নিহত হয়েছেন। হামলাকারী তিন জনকে পুলিশ গুলি করেছে।” তিনি আরো জানান, হামলাকারীদের সুইসাইড ভেস্ট পরিহিত মনে হলেও পরে দেখা যায় আতঙ্ক ছড়াতে তারা এটা করেছিল।
লন্ডন ব্রিজ এলাকাটি পুলিশ ও সন্ত্রাসদমন কর্মকর্তারা ঘিরে রেখেছেন। সেখানে অস্ত্রসহ পুলিশকে টহল দিতে দেখা গেছে।
Comments