বঙ্গবন্ধু সাফারি পার্কে দুই জিরাফের মৃত্যু

বঙ্গবন্ধু সাফারি পার্কে দুটি জিরাফের মৃত্যু হয়েছে। সেখানকার এক কর্মকর্তারা জিরাফের মৃত্যুর জন্য রোগকে দায়ী করলেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে সেখানকার আরেক কর্মকর্তার কাছ থেকে জিরাফের মৃত্যু নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
এএফপি ফাইল ফটো

বঙ্গবন্ধু সাফারি পার্কে দুটি জিরাফের মৃত্যু হয়েছে। সেখানকার এক কর্মকর্তারা জিরাফের মৃত্যুর জন্য রোগকে দায়ী করলেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে সেখানকার আরেক কর্মকর্তার কাছ থেকে জিরাফের মৃত্যু নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহাবুদ্দিন জানান, “পার্কের ১০টি জিরাফের মধ্যে মঙ্গলবার রাতে দুটি জিরাফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেওয়া হয়। বুধবার দুপুরে চিকিৎসকরা পার্কে পৌঁছানোর আগেই সকালে এরা মারা যায়।”

সাফারি পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তিনি জানান, “দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে পড়ে গিয়ে জিরাফ দুটি মারা গেছে। আগে থেকে তাদের রোগের কোন লক্ষণ বুঝা যাচ্ছিল না।”

তিনি আরও জানান, জিরাফ দুটি পরীক্ষা করে মৃত্যুর কারণ বের করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

সংক্রমন রোধে অতিরিক্ত সতর্কতার জন্য কোর সাফারি পার্কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। পার্কের ফটকেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোর সাফারি পার্ক বন্ধ থাকবে’।

একটি সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর বয়সী মাদী জিরাফ দুটির মূল্য প্রায় দেড় কোটি। ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে আফ্রিকা থেকে ১০টি জিরাফ কেনা হয়েছিল। এই দুটি জিরাফও সেসময় পার্কে আনা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

1h ago