বনানীতে ধর্ষণ: ‘জড়িত থাকার কথা স্বীকার করেছেন নাঈম আশরাফ’

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় অন্যতম অভিযুক্ত নাঈম আশরাফ অপরাধের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার পর থেকে পলাতক নাঈমকে গতরাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ওরফে হালিম ধর্ষণে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
আজ সকালে ডিবি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মনিরুল আরো বলেন, নাঈমের কাছে থেকে বিস্তারিত তথ্য জানতে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
ওই রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানান মনিরুল। তিনি বলেন, তদন্তে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। গ্রেফতারকৃতরা প্রভাবশালী পরিবারের ছেলে উল্লেখ করে ডিএমপি কর্মকর্তা বলেন, “আইনের দৃষ্টিতে সকলেই সমান।”
উল্লেখ্য, গত ৬ মে ধর্ষণের শিকার দুই ছাত্রী বনানী থানায় শাফাত ও সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদের মধ্যে শাফাত ও নাঈম আশরাফ গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলের দুটি কক্ষে আটকে রেখে তাদেরকে ধর্ষণ করে এবং শাফাতের গাড়িচালক বিল্লাল, তার দেহরক্ষী এবং সাদমান সাকিফ এতে সহযোগিতা করে বলে অভিযোগ করা হয়।
পুলিশ বলেছে, প্রাথমিকভাবে তারা অভিযোগের সত্যতা পেয়েছে।
Comments