বনানীতে ফের জন্মদিনের কথা বলে ‘ধর্ষণ’

রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক কলেজ ছাত্রী। গতকাল বনানী থানায় এই মামলাটি হয়েছে। ওই একই এলাকার একটি হোটেলে জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই অভিযোগ উঠলো।
২১ বছরের ওই কলেজ ছাত্রীর অভিযোগ, প্রায় ১১ মাস আগে অভিযুক্ত বাহাউদ্দিন ইভানের (২৮) সাথে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। এর সূত্র ধরেই তাদের বেশ কয়েকবার দেখাও হয়।
মামলাকারী অভিযোগে বলেন, মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় ইভান ফোন করে জন্মদিনের কথা বলে বনানী ২ নম্বর সড়কে তার বাসায় আসার আমন্ত্রণ জানায়। ইভান বলে যে সে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের দুজনের সম্পর্কের কথা জানাতে চায়। মায়ের পরিচয় দিয়ে নারী কণ্ঠের একজনের সাথেও কথাও বলিয়ে দেয় সে।
এর পর রাত সাড়ে ১০টার দিকে তিনি ইভানের বাসায় পৌঁছান।
অভিযোগে তিনি বলেন, “বাসায় গিয়ে আমি দেখি কেউ নেই। সে আমাকে তার ঘরে নিয়ে যায়। মায়ের কথা জিজ্ঞাসা করলে সে বলে যে তার বাবা-মায়ের শরীর খারাপ, তারা ঘুমিয়ে পড়েছেন… কিন্তু জন্মদিনের কোন আয়োজন বাসায় ছিল না। এ থেকে ভয় পেয়ে আমি বাসায় ফিরে যেতে চাইলেও সে আমাকে বাধা দেয়।”
অভিযোগে আরও বলা হয়, ইভান তাকে রাতের খাবার ও ‘মাদক’ খাওয়ায়। এবার বাধা দিতে চাইলেও ইভান বলে এতে তার কোন ক্ষতি হবে না।
“রাত দেড়টার দিকে সে আমাকে তার কক্ষে ধর্ষণ করে… আমি চিৎকার শুরু করলে আমার হাত ব্যাগটি রেখে দিয়ে সে আমাকে বাসা থেকে বের করে দেয়।”
ইভান এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক আলি আকবর বলেন, অভিযুক্ত পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত ২৮ মার্চ বনানীতেই আরেকটি ঘটনায় দুই তরুণী জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন। ওই মামলার পাঁচ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
Comments