বন্যায় ঢাকার সাথে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সাথে দিনাজপুরের রেল যোগাযোগ আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে রেল লাইন ঝুঁকির মধ্যে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
দ্য ডেইলি স্টার-এর স্থানীয় প্রতিনিধি জানান, চিরিরবন্দর ও পার্বতীপুর স্টেশনের মধ্যে রেল লাইন বন্যার পানিতে ডুবে রয়েছে। এর ফলে ঠাকুরগাঁও ও দিনাজপুরের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
গত দুই দিনে কুড়িগ্রাম ও পঞ্চগড়-দিনাজপুরের মধ্যেও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পঞ্চগড়ে বন্যার পানির তোড়ে রেল লাইন থেকে মাটি ও পাথর সরে যাওয়ায় ট্রেন চলাচল করতে পারছে না।
এর মধ্যে বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে মেঘনা, ব্রহ্মপুত্র ও পদ্মাসহ এর শাখা ও উপনদীগুলোতে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা বন্যার কবলে পড়েছে।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিসের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো জানিয়েছে আগামী কয়েকদিন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল পর্যন্ত আকস্মিক বন্যায় বেশ কয়েকটি জেলায় মোট ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে।
Comments